শিক্ষাঙ্গন
নিবরাস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইআবি ভিসি
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও সমৃদ্ধ দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেন, মাদরাসার শিক্ষার্থীরা কুরআন-সুন্নাহর

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেন, মাদরাসার শিক্ষার্থীরা কুরআন-সুন্নাহর পাশাপাশি জাগতিক জ্ঞানে সমৃদ্ধ হওয়ায় তাদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। তাদেরকে নিজের পরিচয়ে সগৌরবে সমাজে অবস্থান তৈরি করে নিতে হবে। বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি গতকাল ১ মার্চ শনিবার মোহাম্মদপুর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা মোহাম্মদপুর ক্যাম্পাসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মাদরাসার অধ্যক্ষ মুতাছিম বিল্লাহ মাক্কীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার জনাব আইউব হোসেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনিস্টিটিউটের নবনিযুক্ত উপাধ্যক্ষ ও নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. মো. নুরুল্লাহ আল-মাদানী, সেক্রেটারি জেনারেল জনাব শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ। স্বাগত বক্তব্য পেশ করেন মোহাম্মদপুর ক্যাম্পাসের ইনচার্জ জনাব মো. ওয়ালী উল্লাহ খান। অন্যান্যের মধ্যে জনাব সাইদুর রহমান, ক্যাম্পাস কো-অর্ডিনেটর জনাব মাহমুদুল হাসান, জনাব ইমাম হোসেন মাক্কী, জনাব দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিগত সেশনে মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী, সাংস্কৃতিক পক্ষ-২০২৫ এর বিভিন্ন ইভেন্টে বিজয়ী মোট ৪৪৭টি পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।