আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ট্রেজারার হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। গত ১৯ মে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়। বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩৩(১) অনুসারে আগামী ৪ বছর মেয়াদের জন্য প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের নিয়োগ রাষ্ট্রপতি ও আইআইইউসি’র চ্যান্সেলর অনুমোদন করেছেন। প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান আইআইইউসি’র ফিমেল একাডেমিক জোনের প্রধান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।
শিক্ষাঙ্গন
আইআইইউসি’র ট্রেজারার নিয়োগ পেলেন প্রফেসর ড. মাহবুবুর রহমান
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমানকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ট্রেজারার হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।
Printed Edition
