আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ব্যবসায় প্রশাসন বিভাগের হিসাববিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা গত শনিবার একটি ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে অংশগ্রহণ করে। ট্যুরটি অনুষ্ঠিত হয় কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে।

এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে শিক্ষকদেও মধ্যে অংশগ্রহণ করেন সহযোগী অধ্যাপক মো. মোশারফ হোসেন, ড. মো. হেলাল উদ্দিন, সায়মা হক, ড. মো. মাসরুর হোসেন এবং মো. মিজানুর রহমান প্রমুখ।

এছাড়া ১৭ জন ছাত্রী ও ২২ জন ছাত্র এই ট্যুরে অংশগ্রহণ করেন। সফরের পুরো দিকনির্দেশনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. তাছলিম উদ্দিন এবং মো. আব্দুল্লাহ সাদ।

এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক হিসাব ব্যবস্থাপনা এবং শিল্প প্রতিষ্ঠানের পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন। শিক্ষার্থীরা জানান, এমন উদ্যোগ তাদের বাস্তব জ্ঞান অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।

শিক্ষার্থীরা কারখানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির হিসাব ও অর্থ ব্যবস্থাপনা প্রক্রিয়া, ব্যয় নিরূপণ, সম্পদ মূল্যায়ন, ও পুনর্ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা নেন। অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, এমন শিল্পভিত্তিক শিক্ষা সফর শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করে, যা ভবিষ্যতে তাদের পেশাগত জীবনে আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ তাদের মতে এই অভিজ্ঞতা ভবিষ্যতে কর্মক্ষেত্রের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে সহায়তা করবে। প্রেসবিজ্ঞপ্তি।