চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চান্দিনায় বদরপুর নেছারিয়া ফাজিল মাদরাসায় ২০২৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সম্প্রতি বদরপুর নেছারিয়ান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত ৪ জন ও জিপিএ-৪ প্রাপ্ত ১৩ জন সহ মোট ১৭ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়।

এতে বদরপুর নেছারিয়ান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এডভোকেট আবু নোমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বদরপুর নেছারিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।

অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাদরাসার এডহক কমিটির দাতা সদস্য আব্দুর রহমান সরকার, জেনারেল কমিটির কোষাধ্যক্ষ কামরুজ্জামান মৈশান।

অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ড. সাজ্জাদ হোসেন শামীম, যুগ্ম আহ্বায়ক ছফিউল্লাহ, মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোজাফফর মাহমুদ, মাওলানা মাহমুদুল হাসান জামাল, মাওলানা ওবায়েদুল্লাহ, কৃতী ছাত্রী ফারহানা আক্তার।

এসময় অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক বদিউল আলম বাতেন, আতিকুর রহমান সরকার, যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ শাহ জালাল সহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।