রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০৮তম সভার সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিগত জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল শিক্ষা প্রতিষ্ঠানে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করা। এই দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত ২৮-১০-২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৮ তম সভায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে। এর প্রেক্ষিতে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সিদ্ধান্ত অনুযায়ী “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, আবাসিক হলে সিট বাণিজ্যসহ সমাজ ও রাষ্ট্র বিরোধী সকল প্রকার কর্মকাণ্ড সম্পূর্ণ রূপে বন্ধ থাকবে। ক্যাম্পাসে সকল ধরনের লেজুড় বৃত্তিক রাজনীতি বন্ধ থাকবে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এর নাম ব্যবহার করে সকল ধরনের লেজুড় বৃত্তিক রাজনীতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে। ”লেজুড় বৃত্তিক রাজনীতি বন্ধ থাকার পরেও কেউ বিভিন্ন ব্যানারে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অপচেষ্টা করলে তার প্রতিরোধ কল্পে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিম্নরূপ শাস্তির বিধান করেছেন। এর মধ্যে “চাঁদাবাজি, টেন্ডারবাজি, আবাসিক হলে সিট বাণিজ্য, সমাজ ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এবং লেজুড় বৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি আজীবন বহিস্কার ও ছাত্রত্ব বাতিল করা যেতে পারে ; প্রয়োজনে দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি বিধানের জন্য সুপারিশ করা হবে।”
এমতাবস্থায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের অব্যাহত দাবির পরিপ্রেক্ষিতে, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য নেয়া হয়েছে। সুতরাং যে কেউ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে, কিংবা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট বাণিজ্য ইত্যাদি অনৈতিক কাজে জড়িত হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের সনাক্ত করে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি এ সম্পর্কিত প্রত্যেকটি অভিযোগ যথাযথ ভাবে তদন্ত করবেন এবং অভিযোগ প্রাপ্তির পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে করণীয় সুপারিশ প্রদান করবেন।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে, লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।