ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যায় জড়িত মূল ঘাতকসহ সব আসামিদের অবিলম্বে গ্রেফতার, সুষ্ঠু বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রবিবার (১৮ মে) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে আয়োজিত এ কর্মসূচিতে জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

জাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফফান আলী বলেন, “আমরা টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছি। এই টার্গেট কিলিং যদি সরকার বন্ধ করতে না পারে, তাহলে ধরে নিতে হবে এই সরকারেরও ভিন্ন কোনো অবস্থান নেই। আমরা সরকারকে বলছি—ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করুন, আর যতদিন সাম্য হত্যার প্রকৃত খুনিদের বিচার না হবে, ততদিন আমরা রাজপথে থাকবো।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “সাম্য হত্যার প্রকৃত খুনিদের গ্রেফতারে প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট। শুধু সাম্যের বিচার নয়, আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সার্বিক নিরাপত্তারও দাবি জানাই। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে ছাত্রসমাজ আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।”

শাখা ছাত্রদলের সদস্য জাকিরুল ইসলাম বলেন, “সাম্য হত্যাকাণ্ডের পর কেটে গেছে বেশ কিছুদিন, কিন্তু মূল হোতাদের গ্রেফতার করতে পারেনি প্রশাসন। বরং মিডিয়া ট্রায়ালের মাধ্যমে হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। প্রশাসনের নিরবতা আমাদের হতাশ করছে। আমরা এখান থেকেই পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই—সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে, নইলে ছাত্রদল রাজপথেই জবাব দেবে।”