আমতলী (বরগুনা) সংবাদদাতা : আমতলীতে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। আমতলী উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র্যারী শহর প্রদক্ষিণ করে। পরে পৌরসভার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, একাডেমিক সুপার ভাইজার মো. গোলাম মাহমুদ সেলিম, আমতলী বন্দর হোসাইনয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইউনুস, আমতলী একে সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. বজলুর রহমান, আমতলী একেহাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান, সাংবাদিক জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ। সভার শুরুতে জাতীয় সঙ্গীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা: ‘শিক্ষকতা একটি মহৎ পেশা, শিক্ষক ছাড়া জাতি গঠন সম্ভব নয়’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়ে সুলতানা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল হাসানের সভাপতিত্বে উত্তরন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু সায়েমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, মেহেদী ইমাম।

এ সময় উপস্থিত অন্যদের মধ্যে বক্তব্য দেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, কালীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদা সুলতানা, কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলাম, তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবার রহমান, তুষভান্ডার সরকারি রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিম, বাবুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম মোল্লা প্রমুখ।

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : র‌্যালি এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কবি মো জাহিদুল ইসলাম শামিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার জসিম উদ্দিন আহমেদ।

নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে অডিটোরিয়ামে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো জহিরুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো মহসিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কামারকাঠী স.প্রা. বিদ্যালয়ের সহকারী রফিকুল ইসলাম, ধলোহার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো নিজাম উদ্দিন, নেছারিয়া মোজাদ্দেদিয়া দাখিল মাদ্রাসা মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো শফিউল্লাহ, স্বরুপকাঠী স.প্রা. বিদ্যালের প্রধান শিক্ষক সীমা রানী মন্ডল, কৌরিখাড়া মডেল স.প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আসলাম হোসেন, স্বরুপকাঠী শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুজ জব্বার নোমানী, ছারছিনা আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আ জ ম ওহিদুল আলম, মাহমুদকাঠী ইছাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো তৌফিকুজ্জামান, স্বরূপকাঠি সরকারি কলেজের প্রভাষক শামীম ওসমান, গনমান সোহাগদল সালেহিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. মশিউর রহমান।

ফেনী সংবাদদাতা: শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভা জেলা সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি নুর মোহাম্মদ রেদওয়ানের সন্চালনায় অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ও প্রধান আলোচক ছিলেন অপর উপদেষ্টা মুফতি আবদুল হান্নান।আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেন, নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নিযাম উদ্দিন, কেন্দ্রীয় শিক্ষক নেতা অধ্যক্ষ এম.একরামুল হক ভূঁইয়া, শিক্ষক নেতা অধ্যাপক শিহাব উদ্দিন, মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ বায়েজিদ বোস্তামী।

প্রধান অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, শিক্ষকতা একটি মহান পেশা।জাতি গঠনের কারিগর। সঠিক ভাবে দায়িত্ব পালন করলে আদালতে আখেরাতে পরিত্রান পাওয়ার উচিলা হতে পারে। রাসুল সা. কে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। ভবিষ্যত প্রজন্ম যেন সৎ, যোগ্য, আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে সে জন্য কাজ করতে হবে।

টাচস্টোন স্কুল এন্ড কলেজ,বগুড়া সদর, ছিলিমপুর - এর উদ্যোগে ‘বিশ্ব শিক্ষক দিবস’ ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। শিক্ষক দিবসের তাৎপর্যের উপর প্রবন্ধ পাঠ, আলোচনা সভা , কুইজ প্রতিযোগিতা ও মেধা-কর্মের ভিত্তিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক গবেষক সাংবাদিক ও অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাচস্টোন স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ডা. মো. আবুল কালাম আজাদ। প্রেস বিজ্ঞপ্তি

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ বাজার স্টেশনের মুক্তির সোপান চত্বরে আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে শিক্ষক সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। ফেডারেশনের জেলা সভাপতি সহকারী অধ্যাপক মো. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা শাখার অন্যতম উপদেষ্টা শহরের খ্যাতনামা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জেলা জামায়াতের সেক্রেটারি সিরাজগঞ্জ-২( সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মুহাম্মদ জাহিদুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন ফেডারেশনের জেলা কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ এর সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ হাসান মনসুর, হাজী আহম্মদ আলী আলিয়া( কামিল) মাদরাসার অধ্যক্ষ ড.জাহাঙ্গীর আলম,চরছোনগাছা সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাঈনুল ইসলাম, ফেডারেশনের জেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক মো: জুবায়ের হোসেন সহ ৭টি শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ। সমাবেশটি সঞ্চালনা করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা কমিটির সহ-সেক্রটারী ড, আব্দুস সবুর।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা: র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) ইসমত আরা বেগম এর সভাপতিত্বে ও শিক্ষক নেতা মোবারক হেসেনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম। তিনি বলেন শিক্ষকরা অবসার নেওয়ার পর তাদের অবসর ভাতা কল্যাণ ট্রাস্টের টাকা পেতে অনেক সময় লাগে। আমি যদি কেন সুযোগ পাাই তাহলে সে ব্যাপারে আমি সহযোগিতা করব। আজকে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকরা সংবর্ধিত হয়েছেন এবং সাথে সাথে নবাগত শিক্ষকদের আমরা বরণ করে নিয়েছি। এটা সীতাকুণ্ডে প্রথম বারের মত শুরু হয়েছে। তিনি আরও বলে শিক্ষকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে সচেতন থাকতে হবে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, একাডেমি সুপারভাইজার সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার চৌধুরী নেলী, সীতাকুণ্ড পৌরসদর দোকান মালিক সমিতির সভাপতি নাছির উদ্দীন ভুইঁয়া, যুবাইদিয়া মহিলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু বকর, লোকমান হেসেন, মাওলানা মহিউদ্দিন, মো. এসহাক প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আদর্শ শিক্ষক ফেডারেশন এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে শহর থেকে র‌্যালী বের হয়ে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালী শেষে আদর্শ শিক্ষক ফেডারেশন এর পিরোজপুর জেলা সহ সভাপতি মাও: মো: নুরুল ইসলাম এর সভাপতিত্বে সংক্ষিপ্ত পথ পথসভায় বক্তব্য রাখেন- মো: আনসারুজ্জামান হালিম, অধ্যক্ষ গাজী রুহুল আমিন অধ্যক্ষ মাও: মহিউদ্দীন খান, মাও: শওকত হোসাইন, মো: জাহীদুল ইসলাম জাহিদ, মো: এমদাদ হোসেন তালুকদার প্রমুখ।

গাইবান্ধা সংবাদদাতা : গতকাল রোববার সকালে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ। আরও বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ, বক্তব্য রাখেন গাইবান্ধা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ শরিফ মো: আবু ইউসুফ,সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুসানত কুমার, মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, প্রধান শিক্ষক রফিকুল আলম, মনোরঞ্জনশীল, মনিরুল ইসলাম ও জেলা সহকারী পারাথমিক শিক্ষা অফিসার এস এম আরসাদ প্রমুখ।

বেলকুচি সংবাদদাতা : বেলকুচি পৌর এলাকার শেরনগর ফাজিল মাদ্রাসা সড়ক থেকে র‌্যালিটি শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শিক্ষক সমাবেশ হয়। এছাড়া দুপুরে এনায়েতপুরে শহীদ হাফেজ সিয়াম অডিটোরিয়ামে শিক্ষক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. আলী আলম।

এসময় বেলকুচি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক নূর উন নবী সরকার, সেক্রেটারি উপাধ্যক্ষ আবুল হাসেম, এনায়েতপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ডা. সেলিম রেজা, এনায়েতপুর আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাও. আব্দুল গফুর, এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও. আমিনুল ইসলাম, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন, খুকনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, দৌলতপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম ও খামাারগ্রাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মর্তুজ আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।