রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশে এ সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর পরিচয়পত্র (আইডি কার্ড) ছিনিয়ে নেওয়া ও তাকে মারধরের অভিযোগ ওঠে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় শান্তি বিরাজ করছে।

এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়লেও দ্রুত হস্তক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।