স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

“শিক্ষার কোনো বয়স নেই”—এই সত্যের এক জীবন্ত দৃষ্টান্ত নাটোরের ৭৫ বছর বয়সী কৃষক মো. সাদেক আলী প্রামাণিক। আজীবন সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি বিএ পাস করে দেখিয়েছেন, শিক্ষা কেবল তরুণদের নয়, জীবনের প্রতিটি ধাপে আলোকবর্তিকা। এ অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) তাকে সংবর্ধনা দিয়েছে।

রবিবার বাউবির গাজীপুর ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাদেক আলীকে সম্মাননা জানান। তিনি বলেন, “অসুস্থ শরীর, ভাঙা পা—এসব কিছুই থামাতে পারেনি সাদেক আলীর অগ্রযাত্রা। তার গল্প আমাদের মনে করিয়ে দেয়, শিক্ষার কোনো শেষ নেই, এটাই আজীবন শেখার অঙ্গীকার।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। বক্তারা বলেন, সাদেক আলী আজীবন শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা প্রমাণ করে বয়স কোনো শিক্ষার অন্তরায় নয়।

সংবর্ধনা নিতে এসে আবেগভরা কণ্ঠে সাদেক আলী বলেন, “শৈশবে বাবা-মাকে হারিয়ে অনেক কষ্টের মধ্যে বেড়ে উঠেছি। কৃষিকাজ করে সংসার চালিয়েছি, কিন্তু শিক্ষার তৃষ্ণা কখনো মেটেনি। অবশেষে বাউবির সুযোগ আমাকে সেই অপূর্ণতা পূরণের সুযোগ দিয়েছে। শিক্ষা গ্রহণের শেষ নেই, জীবনের শেষ দিন পর্যন্ত জ্ঞানের আলোয় পথ চলতে চাই।”

বাউবি কর্তৃপক্ষ ও উপস্থিত সবাই তার এ সাফল্যকে আজীবন শেখার এক অনুপ্রেরণার বাতিঘর হিসেবে অভিহিত করেন।