১৭ অক্টোবর (শুক্রবার) দুপুরে সিরাজগঞ্জ দারুল ইসলাম মডেল মাদরাসা অডিটোরিয়ামে সিরাজগঞ্জের বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ ও সুপারিন্টেন্ডেন্টদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা অত্র মাদরাসার সভাপতি অধ্যাপক মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আলী আজগরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মুহাম্মদ নুরুল হক। এতে আরো বক্তব্য রাখেন তানজিমুল উম্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল, আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, ইসলামিক স্টাডিজ ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ড. খ.ম.আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ হাজী আহম্মদ আলী আলিয়া (কামিল)মাদরাসার অধ্যক্ষ ড.মাওলানা জাহাঙ্গীর আলম।

নুরুল হক মাদরাসা শিক্ষার সীমাবদ্ধতা সমাধানে করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি মাদ্রাসার শিক্ষক ও আলেম হিসেবে শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন করে যুগোপযোগী করার ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা পালনের আহবান জানান। সিরাজগঞ্জের বিপুল সংখ্যক অধ্যক্ষ ও সুপারিন্টেন্ডেন্ট মতবিনিময় সভায় নানা বিষয়ের অসংগতি তুলে ধরে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।