যুক্তি ও মেধার অনন্য মেলবন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)’ তাদের পথচলার দুই দশক পূর্ণ করেছে।

২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবের সমাপনী দিনে সংগঠনটির ২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে জেইউডিওর ২০ বছর পূর্তি উৎসবের সমাপনী পর্বে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। সদ্য সাবেক সভাপতি এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী মির্জা সাকি নবগঠিত কমিটি ঘোষণা করেন।

২০২৬ কার্যনির্বাহী পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী মো. আল লুবান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী তাজুন ইসলাম।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেনÑ সহ-সভাপতি (প্রশাসন) সাদমান কৌশিক, সহ-সভাপতি (বিতর্ক) সুমাইয়া ইসলাম সামিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা) ওয়াসিক আহমেদ আপন, যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি) বর্ণ সাহা বিশাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ) হাসিব বিন আব্দুল হাই। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিল জাহিন জামি এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নুসরাত জাহান আনিকা।

এছাড়াও বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন আল নাহিয়ান, শফিকুল ইসলাম, নাজমুল ওয়ারা তালহা, দুর্বার শামিত আদি, আফিয়া ইবনাত সামিহা, রোহান মাহমুদ, লামিশা জামান এবং ইংরেজি সেশন সমন্বয়ক হিসেবে গোলাম মোর্শেদ আকিব।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বিজয় সাহা, শেহওয়া তেহরিম আমিন, জান্নাতুল মাওয়া শ্যামন্তী ও আরিফুল ইসলাম সিরাজী। সম্মানিত কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন জেইউডিওর সাবেক সভাপতি সাইয়্যেদ মু. তাফ হীম, সাইমুম মৌসুমী বৃষ্টি এবং মির্জা সাকি।

ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক সাধারণ সম্পাদক ফারিম আহসান, সাবেক সহ-সভাপতি (প্রশাসন) লামিয়া ইসলাম প্রত্যাশা এবং সাবেক সহ-সভাপতি (বিতর্ক) সাদমান অলীভ।

ইংরেজি বিতর্কের মানোন্নয়নে ‘জেইউডিও ইংলিশ ফোরাম’-এর কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমাইয়া ইসলাম সামিয়া, মেম্বার সেক্রেটারি বর্ণ সাহা বিশাল এবং সেশন কো-অর্ডিনেটর গোলাম মোর্শেদ আকিব। ফোরামের সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন হাসিবুল ইসলাম, প্রয়াস আহমেদ ও জান্নাতুন ফারিয়া।

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. কামরুল আহসান। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান। এছাড়াও উপদেষ্টা হিসেবে দিকনির্দেশনা দিচ্ছেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ প্রদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন রুনু।