চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থীতা তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, হল সংসদ নির্বাচনে বিভিন্ন হলে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৪ জন প্রার্থী বিজয়ী হতে যাচ্ছেন, যাদের মধ্যে ২১ জনই নারী।

এছাড়া চাকসুর কেন্দ্রীয় সংসদের প্রার্থিতা যাচাই-বাছাইয়ে দুজন সহ-সভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস)সহ মোট ১৯ জন প্রার্থী বাদ পড়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

প্রকাশিত তালিকায় দেখা যায়, শাহজালাল হলে রিডিং রুম ডাইনিং ও হল লাইব্রেরী সম্পাদক পদে মোহাম্মদ তানভীর হাসান প্রান্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করছেন। তাঁর বিপরীতে কোনো প্রার্থী না থাকায় বিজয়ী হতে যাচ্ছেন তিনি।

মেয়েদের হলের মধ্যে বিজয় ২৪ হলে একজন, নবাব ফয়জুন্নেসা হলে ১১, প্রীতিলতা হলে ২ ও শামসুন্নাহার হলে ৭ জন বিনা প্রতিদ্বন্দায় নির্বাচিত হচ্ছেন। এর মধ্যে বিজয় ২৪ হলে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদের অন্তরা সাহা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করছেন।

নবাব ফয়জুন্নেসা হলে ভিপি পদে পারমিতা চাকমা, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ইতি চাকমা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে প্রত্যাশা চাকমা, দপ্তর সম্পাদক পদে অপরাজিতা বড়ুয়া তিন্নি, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরী সম্পাদক পদে খিং খিং ছেন, সমাজসেবা, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোনালিসা চাকমা, বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সুরঞ্জনা ত্রিপুরা, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে শ্রেয়া তালুকদার এবং তিনটি নির্বাহী সদস্য পদের জন্য অনন্যা চাকমা, প্রমিতা চাকমা ও শিপ্রা তঞ্চঙ্গা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করছেন।

প্রীতিলতা হলে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে অন্তরা চাকমা ও বিজ্ঞান, গবেষণা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সিরাজুম মুনিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করছেন। শামসুন্নাহার হলে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করছেন।

তারা হলেন, দপ্তর সম্পাদক পদে সাইমুন সাদিয়া, রিডিংরুম, ডাইনিং ও হল লাইব্রেরি সম্পাদক পদে মোছা. নিশাদ জান্নাত, সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ইফফাত আরা জুই, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে কানিজ ফাতেমা সিফাত এবং তিনটি নির্বাহী সদস্য পদের জন্য নাইমা তাসফিয়া, মিফতাহুল জান্নাত, আফিয়া জাহিন।

আরও দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করছেন শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল থেকে। তাঁরা নির্বাহী সদস্য পদে নির্বাচিত হতে যাচ্ছে।

প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছেন ১৯ প্রার্থী। এ বিষয়ে আরিফুল হক সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে যাচাই-বাছাইয়ে ১৯ জনের বিভিন্ন কারণে প্রা‌র্থিতা বাতিল করা হয়েছে। তবে এটি চূড়ান্ত নয়। বাদ পড়া প্রার্থীরা আবার আবেদন করতে পারবে। আবেদন রিভিউ করার পর গ্রহণ করা হবে।’

বাদ পড়া অন্য প্রার্থীরা হলেন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে একজন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক দুজন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে দুজন, দপ্তর সম্পাদক পদে একজন, সহ-দপ্তর সম্পাদক পদে একজন, সহ- ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে একজন, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে একজন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে একজন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে দুই এবং নির্বাহী সদস্য পদে চার জনের প্রার্থিতা বাতিল হয়েছে।

উল্লেখ্য, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে আগামীকাল ২৩ সেপ্টেম্বর। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।