স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রতিষ্ঠাতা চ্যান্সেলর, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর বাউবির গাজীপুর ক্যাম্পাসের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি মরহুমার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা ও জাতির জন্য আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, দেশ ও গণতন্ত্রের প্রশ্নে বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক, নির্যাতন ও বঞ্চনার মাঝেও তিনি আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি।
কোরআন খতম শেষে বিশেষ মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন বাউবি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এ সময় প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমান, বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।