স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, অধিভুক্ত প্রায় আড়াই হাজার কলেজের শিক্ষকদের মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশিক্ষণ, বিভাগীয় কর্মশালা এবং মানসম্মত অডিট চালুর উদ্যোগ নিয়েছে। এসব বাস্তবায়নে ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর সহযোগিতা নেওয়া হবে।

শুক্রবার রাজধানীর নীলক্ষেতস্থ আইসিএমএবি ভবনে অনুষ্ঠিত চতুর্থ অ্যাকাউন্টিং এডুকেটর্স কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে ভিসি আরো বলেন, স্বাধীনতার পর অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হলেও দক্ষ জনবল তৈরিতে যথেষ্ট কাজ হয়নি। ফলে এসডিজি অর্জনে ঘাটতি রয়ে গেছে। প্রতিবছর প্রায় ১০ লাখ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করছে, তবে এর মধ্যে ৪০ ভাগ চাকরি পাচ্ছে না। এর মূল কারণ পুরনো সিলেবাস, যা পরিবর্তন করে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও একাধিক ভাষা শিক্ষায় জোর দেওয়া হচ্ছে।

আইসিএমএবির প্রেসিডেন্ট, মাহতাব উদ্দিন আহমেদ বলেন, দেশের অর্থনীতির আকার বাড়লেও হিসাবরক্ষণ পেশায় দক্ষ জনবল বাড়েনি, যার ফলে দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। দক্ষ জনবল তৈরি এবং নৈতিক দৃঢ়তা অপরিহার্য হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।

কনফারেন্সে আরও বক্তব্য দেন কনফারেন্স গভর্নর, জামাল আহমেদ চৌধুরী, আইসিএমএবির এডুকেশন কমিটির চেয়ারম্যান, মো. কাওসার আলম এবং শিক্ষা বিষয়ক উপদেষ্টা, ড. নিখিল চন্দ্র শীল। দিনব্যাপী আয়োজনে সারাদেশের শিক্ষক ও পেশাজীবীরা অংশ নেন।