মুসলিম বিশ্বের খ্যাতনামা বিজ্ঞানী ও ওআইসি-কমস্টেকের কোঅর্ডিনেটর জেনারেল প্রফেসর ড. এম. ইকবাল চৌধুরীর সঙ্গে দেশসেরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপচার্যবৃন্দের এক উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ)-এর ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকায় এ উচ্চ পর্যয়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ওআইসি-কমস্টেক ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা, উচ্চশিক্ষা ও উদ্ভাবনে পারস্পরিক সহযোগিতা বিনিময়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক যোগ দিতে প্রফেসর ডঃ এম. ইকবাল চৌধুরী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিবেশ বিজ্ঞানী ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডঃ মোহাম্মদ আবদুর রবকে আমন্ত্রণ জানান। প্রফেসর ডঃ এম. ইকবাল চৌধুরী নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ: ৩য় ইয়ুথ ফোরাম অন এগ্রিকালচারাল বায়োটেকনোলজি-তে বিশেষ বক্তা হিসেবে যোগ দিতে বাংলাদেশে আসেন। বৈঠকে অন্য সব বিশ্ববিদ্যালয়ের ভিসির মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডঃ আবদুল হান্নান চৌধুরী; আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের ভিসি প্রফেসর ডঃ সাইফুল ইসলাম; ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডঃ জাহিদুল ইসলাম; এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ডঃ এম. লুৎফার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।