স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (জিডিইউ)-তে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা জিডিইউ কেন্দ্র ও উপকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এ বছর জিডিইউ-কে কেন্দ্র হিসেবে নির্বাচন করেন ৩৮৮৬ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন ৩২২৯ জন এবং অনুপস্থিত ছিলেন ৬৫৭ জন, যা উপস্থিতির হারে দাঁড়ায় ৮৩.০১ শতাংশ।
পরীক্ষা চলাকালে জিডিইউ-এর ভিসি, অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ কেন্দ্র ও উপকেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় কোষাধ্যক্ষ, অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে ভিসি বলেন, “অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে জিডিইউ-তে এবারের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।” তিনি এই সফল আয়োজনের জন্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক শিক্ষার্থী, এলাকাবাসী, গাজীপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।