বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৪ আজ শুক্রবার থেকে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে মোট ২৮৬টি পরীক্ষা কেন্দ্রে প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৫ শত ৭৮ জন, যার মধ্যে পুরুষ ১ লক্ষ ৫০ হাজারে ৩ শত ২৬ জন এবং নারী ১ লক্ষ ১১ হাজার ২ শত ৫২ জন।
বাউবি কর্তৃপক্ষ পরীক্ষার নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়াও, ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bou.ac.bdথেকে জানা যাবে।