মাগুরার শ্রীপুর উপজেলার নোহাটা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিজানুর রহমান টিটোর বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে শ্রীপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। এ ঘটনা উপজেলা ব্যাপী ক্ষোভে ফুঁসে উঠেছে সাধারণ জনগণ। বিভিন্ন মহলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার ও বিচারের দাবি উঠেছে।
৬ মে রবিবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার ও বিচারের দাবিতে শ্রীপুর সরকারি কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শ্রীপুর উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ শাখা ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী ও শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণ। পরে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন তারা। মানববন্ধনে শিশু আছিয়ার ঘটনাকে তুলে ধরে একই ইউনিয়নে আবারো এরকম একটি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ঐ শিক্ষককে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান বক্তারা। এসময় মানববন্ধন শেষে শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বাবলু মিয়ার নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর কাছে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়।