আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, আইআইইউসি শুরু থেকেই গুণগতমানসম্পন্ন আইন শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি অনন্য অবস্থান তৈরি করেছে।
আইন অনুষদ আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষদ, যা দেশের মধ্যে এবং আন্তর্জাতিক পর্যায়েও শিক্ষাগত উৎকর্ষ এবং গবেষণার মান ধরে রেখেছে।
আমরা সবসময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, উদ্ভাবনী গবেষণা ও প্রযুক্তিনির্ভর সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত আইন বিভাগের নতুন ডিনকে সংবর্ধনা ও উপদেষ্টাকে বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নতুন ডিন প্রফেসর মঈমুল আহসান খানকে সংবর্ধনা জানানো হয় এবং উপদেষ্টা প্রফেসর মোরশেদ মাহমুদ খানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও আইন অনুষদের নিয়মিত প্রকাশনা ল ম্যাগাজিন ‘জাস্টিস’-এর সর্বশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী আরও বলেন, আজ আমরা নতুন ডিন প্রফেসর মঈমুল আহসান খানকে অভিনন্দন জানাচ্ছি, যিনি তাঁর দক্ষতা ও নেতৃত্ব দিয়ে আইন অনুষদকে আরও সমৃদ্ধ এবং গবেষণাধর্মী করে তুলবেন। একই সঙ্গে আমরা উপদেষ্টা প্রফেসর মোরশেদ মাহমুদ খানের দীর্ঘদিনের অবদানকে আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।
তাঁর অবদান, দূরদর্শিতা এবং কঠোর পরিশ্রম আইন অনুষদকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে সহায়ক হয়েছে।
আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও এলএলএম কোঅর্ডিনেটর মহি উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী অধ্যাপক কলিম উল¬াহ, সহকারী প্রক্টর আব্দুল মালেক, আইন বিভাগের শিক্ষক মনজুর হোসেন পাটোয়ারী, রিদওয়ান গনী এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মদ আলী আজাদী আরও বলেন, আইন সাময়িকী ‘জাস্টিস’-এর নতুন সংখ্যা আমাদের গবেষণামূলক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের জন্য তথ্য, জ্ঞান ও গবেষণার একক প¬্যাটফর্ম হিসেবে কাজ করবে। এটি শুধু শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষে সহায়ক হবে না, বরং শিক্ষকদের গবেষণা ও অভিভাবকদের তথ্য আহরণেও আরও স্বচ্ছতা আনবে। প্রেস বিজ্ঞপ্তি।