চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ভোলদিঘী কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মেজর (অবসরপ্রাপ্ত) নুরুল আমিন ও বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে সাংবাদিক আব্দুল্লাহ মজুমদারকে মনোনয়ন দেয়া হয়েছে।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কার্যালয় থেকে রেজিস্ট্রার মো: আইউব হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে, গভর্নিং বডির সভাপতি সাবেক সেনা কর্মকর্তা মেজর (অবসরপ্রাপ্ত) নুরুল আমিন শাহরাস্তি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডস্থ কাজিরকাপ গ্রামের মরহুম আবদুল ওয়াদুদের ছেলে। তিনি বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন।
বিদ্যোৎসাহী প্রতিনিধি সাংবাদিক ও সংগঠক মো: আব্দুল্লাহ মজুমদার রায়শ্রী উত্তর ইউনিয়নের দেহেলা গ্রামের মো: হানিফের ছেলে। তিনি জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য।
সভাপতি ও বিদ্যোৎসাহী প্রতিনিধি মনোনীত হওয়ায় ভোলদিঘী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ প্রদান করেন। মাদরাসার শিক্ষার মানোন্নয়নে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।