ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ–সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েমসহ একাধিক তরুণ বাংলাদেশিকে যুক্তরাজ্যের খ্যাতনামা অক্সফোর্ড ইউনিয়ন তাদের আয়োজিত ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্যানেল আলোচক হিসেবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজ স্বাক্ষরিত পৃথক আমন্ত্রণপত্রে এই আমন্ত্রণ জানানো হয়। জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)–এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং ডাকসুর এজিএস মহিউদ্দিন খানকেও আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম জানান, তারা পৃথকভাবে আমন্ত্রণপত্র পেয়েছেন। কারা কারা আমন্ত্রিত হয়েছেন, তা নিয়ে আমন্ত্রিতদের মধ্যে আলোচনার পর পূর্ণ তালিকা জানা যাবে।
আমন্ত্রণপত্রে আরও বলা হয়েছে, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন এবং বাংলাদেশে ক্ষমতার রূপান্তরের সময় ছাত্র–জনতার গণআন্দোলনে তাদের নেতৃত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা আন্তর্জাতিক পরিসরে গুরুত্ব পাচ্ছে। তরুণ রাজনৈতিক সংগঠক হিসেবে তাদের অভিজ্ঞতা ও বিশ্লেষণ বৈশ্বিক পরিমণ্ডলে মূল্যায়িত হচ্ছে।
এ ছাড়া প্যানেল আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি তারা অক্সফোর্ডের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে নীতি, রাজনীতি ও সমসাময়িক নানা বিষয়ে মতবিনিময়ের সুযোগ পাবেন বলেও আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে।