আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে ইনক্লুসিভ প্যানেল ঘোষণার পরপরই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রদলের পদ বঞ্চিতরা এবং অনেকেই স্বতন্ত্র প্যানেল থেকে তুলেছেন মনোনয়ন ফর্ম।

আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১ টার সময় বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল-২০২৫ ' ঘোষণার পরেই পদবঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে পড়েন।

এ সময় পদবঞ্চিত শিক্ষার্থীরা বলেন, ভাড়াটিয়া প্যানেল ঘোষণা করা হয়েছে । যেখানে ছাত্রদলের ত্যাগী নেতৃবৃন্দ বঞ্চিত হয়েছে। এটা আমরা মেনে নিব না।

এ সম্পর্কে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ফাহাদ বলেন, ছাত্রদলের যে চারশোর অধিক সদস্য সেখানে আমাদের নাম আসেনি যদিও আমাদের সিনিয়রদের নাম এসেছিল তাই আমরা তা মেনে নিয়েছিলাম। যেহেতু আমাদের বঞ্চিত করা হয়েছে তাই আমরা বিক্ষোভের মাধ্যমে আমাদের দাবি জানিয়েছি।

এর আগে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদ চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তৌহিদ চৌধুরী বলেন, “আমি স্বতন্ত্র থেকে ভিপি পদে নির্বাচন করছি। আমার একমাত্র লক্ষ্য শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং তাদের প্রতিনিধিত্ব করা।”

শাখা ছাত্রদলের 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল-২০২৫ ' সহ সাধারণ সম্পাদক প্রার্থী ছাত্রদলের আহ্বায়ক সদস্য বি এম আতিকুর রহমান তানজিল বলেন, ছাত্রদলের মধ্য থেকে যাকে উপযুক্ত মনে করেছে তাকে জকসুতে এনেছে। ছাত্রদলের অনেক নেতা কর্মী আছে কিন্তু জকসুতে মোট ২১ টি পদ সেখানে সবাইকে পদ দেওয়া সম্ভব নয়। তাই তাদেরকে এটা মেনে নিতে হবে।

জকসুতে শাখা ছাত্রদলের 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল-২০২৫ ' এ সহ সভাপতি হিসেবে লড়বেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. রাকিব (এ কে এম রাকিব), সাধারণ সম্পাদকে ফ্যাসিবাদী আমলে সাইবার নিরাপত্তা মামলায় জেল খাটা খাদিজাতুল কুবরা এবং সহ সাধারণ সম্পাদক ছাত্রদলের আহ্বায়ক সদস্য বি এম আতিকুর রহমান তানজিল।