বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) তে বহিরাগতদের হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে দেখে শিক্ষার্থীদের দ্রুত হল ছাড়তে নির্দেশনা দেওয়া হয়। এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছে কর্তৃপক্ষ।
সেই নির্দেশ মোতাবেক সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই হল ছাড়ছেন শিক্ষার্থীরা।
তবে, হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হলত্যাগের নির্দেশের কারণে বিপাকে পড়ার কথা জানান দূরের শিক্ষার্থীরা।
এর আগে, রোববার রাতে পশুপালন ও পশু চিকিৎসা বিভাগকে কম্বাইন্ড ডিগ্রি করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হঠাৎ বহিরাগতরা হামলা চালায়। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা মশাল মিছিল নিয়ে ভিসির বাসভবন, প্রক্টর অফিস ভাঙচুর করে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং সোমবার সকালের মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়।
জানা গেছে, প্রায় মাসখানেক ধরে দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে শিক্ষক অ্যাকাডেমিক কাউন্সিলের সভা থেকে শিক্ষার্থীদের পক্ষে ঘোষণা না আসায় তারা ভিসিসহ ২৫০ জন শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। পরে রাতে বহিরাগতরা এসে হামলা চালিয়ে অবরুদ্ধ শিক্ষকদের বের করে দেয়। এরপরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে।
বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. আলিমুজ্জামান জানান, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে।