রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন।

গতকাল মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এছাড়া রাকসু নির্বাচনে প্রার্থিতা ফরম সংগ্রহের সময় আরো দুদিন বাড়ানো হয়েছে। নির্বাচনে ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৮৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে এখন পর্যন্ত ডোপ টেস্টের ৪৭০ জনের স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। সব মিলে এখন পর্যন্ত ৫৭০ জনের স্যাম্পল পাওয়া গেছে।

সংশোধনী: গত ৩১ আগস্ট রোববার দৈনিক সংগ্রামের প্রথম পাতার ৮ম কলামে রাকসু সংক্রান্ত রিপোর্টে ভুলবশত ‘গতকাল মঙ্গলবার’ লেখা হয়েছে। সেটি হবে ‘গতকাল রোববার’।