আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং আবাসিক হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং আবাসিক হল সংসদ সমূহের নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি এই সময়ে গুরুত্বপূর্ণ বিবেচনার বিষয়। সেই আলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামীকাল ০৩ মে ২০২৫ তারিখ, শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে স্ব স্ব পরিচয়পত্র বহন করার জন্য অনুরোধ করা হচ্ছে।"

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৯৯২ সালের পর এই প্রথম জাকসু নির্বাচন হতে যাচ্ছে। আগামী ৩১ জুলাই এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।