আগামীকাল অনুষ্ঠিতব্য ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) শাখা ইসলামী ছাত্রশিবির।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাদ ঈশা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, 'বিসিএস শুধুমাত্র একটি পরীক্ষা নয়; এটি নৈতিক, যোগ্য ও আদর্শ নাগরিক তৈরির একটি চ্যালেঞ্জ। আমরা আশা করি, আমাদের পরীক্ষার্থীরা নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। এই পরীক্ষার মাধ্যমে জবি শিক্ষার্থীরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান ইমাম ও খতিব শেখ মো. সালাহ উদ্দিন। তিনি পরীক্ষার্থীদের জ্ঞান, মনোযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবনে সফলতা কামনা করে মোনাজাত করেন।