আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শুধু প্রযুক্তির উন্নয়ন নয়, বরং শিল্প, ব্যবসা, স্বাস্থ্য, শিক্ষা এবং গবেষণাসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে বৈপ¬বিক পরিবর্তন আনছে। ভবিষ্যৎ শিল্পকে এগিয়ে নিতে কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবনী প্রয়োগ শেখা ও গবেষণার বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীদের শুধু ব্যবহারিক জ্ঞান নয়, বরং সৃজনশীলতা ও গবেষণার মাধ্যমে নতুন-নতুন সমাধান তৈরির দক্ষতা অর্জন করতে হবে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিসিই) বিভাগের উদ্যোগে আয়োজিত ‘শিল্পের ভবিষ্যৎ: বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম।

‘শিল্পের ভবিষ্যৎ: বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ড. মোহাম্মদ আলী আজাদী আরও বলেন, আইআইইউসি সবসময় প্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণায় বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনের শিল্প ও অর্থনীতির মূল চালিকাশক্তি। শিক্ষার্থীদের এই প্রযুক্তির ওপর দক্ষতা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হচ্ছে। আমরা চাই, আইআইইউসি শিক্ষার্থীরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের মেধা ও উদ্ভাবনী চিন্তাধারার মাধ্যমে নেতৃত্ব দিক।

সেমিনারে কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ইঞ্জিনিয়ার মো. রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কম্পিউটার ভিশনের প্রধান গবেষক এবং জাপানের চৌগিকেন কর্পোরেশনের ওভারসিজ এআই ডেভেলপমেন্ট গ্রুপের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. মো. রাশেদুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি।