ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রংপুর বিভাগের ৮ জেলার মাদরাসা সমূহের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সাথে মাদরাসা শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা গতকাল ১১ মে রোববার সকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ সামছুল আলম।

বিশ্ববিদ্যালয় ঢাকা অফিসের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রো-ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে ও রেজিস্ট্রার আইউব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। এসময় ট্রেজারার মামুনুর রহমান খলিলী, ডিন ডক্টর মোহাম্মদ সাযাআত উল্লাহফারী, প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী উল্যাহ,পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সভায় ২৪ গণঅভ্যূত্থানে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে স্মরণ করে বক্তারা বলেন, আবু সাঈদ ও মুগ্ধসহ জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের আত্মত্যাগ আমাদের সামনে এগিয়ে যাওয়া পথ সুগম করেছে। ছাত্র-জনতার আন্দোলনে দেশ নতুন করে স্বাধীন না হলে ফ্যাসিস্টরা আজকে বিশেষ করে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জেল হাজতে ভরাতো। ইসলামি শিক্ষা ধ্বংস করে দিত। তাই আর কখনও এদেশে ফ্যাসিবাদকে আসতে দেয়া যাবেনা। সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বক্তারা আরও বলেন, আমরা যারা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে শিক্ষা প্রতিষ্টান গুলো চালাই তারা জ্ঞানী আলেম ওলামা তৈরিতে ছাত্রদের সঠিক দিক নির্দেশনা দিয়ে পড়া লেখায় মনোনিবেশ ও মানোন্নয়ন করাতেপারছি কিনা সেদিকে নজর দিতে হবে। আমাদেরকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রোপেক্টার্স গুলো ফলো করতে হবে। কারন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কামিল ও ফাজিল মাদরাসা গুলো হচ্ছে ইসলামী মূল্যবোধ রক্ষার প্রধান কারিগর। তাই প্রতিটি মাদরাসায় মহান আল্লাহ ও তার রাসূল (সাঃ) আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় রংপুর বিভাগের ৮ জেলা ও ৫২টি উপজেলার ১৭৮ টি কামিল ও ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষগণ অংশ গ্রহণ করেন।