জাবি সংবাদদাতা : পবিত্র মাহে রমযানে শিক্ষার্থীদের ভোগান্তি নিরসন ও সুষ্ঠু একাডেমিক পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

গতকাল বৃহস্পতিবার ভিসি অধ্যাপক কামরুল আহসানের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন শাখা শিবিরের সেক্রেটারি মো. মুস্তাফিজুর রহমান, শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের জন্য হলের ডাইনিং ও ক্যান্টিনে পুষ্টিকর খাবারের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়, যাতে তারা সেহরি ও ইফতার সুলভমূল্যে পেতে পারে। নতুন আবাসিক হলগুলোতে গ্যাস সংযোগ প্রদান এবং ক্যাম্পাসের খাবারের দোকানগুলোর মান ও মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিংয়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।

এছাড়া, ছাত্রীদের জন্য হলগুলোতে আজান শোনার ব্যবস্থা করতে মাইক স্থাপন এবং পৃথক নামাজ কক্ষ চালুর দাবি জানানো হয়। বন্ধ থাকা ছাত্রী হলের ডাইনিং ও ক্যান্টিন পুনরায় চালু করা এবং মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টা অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়, যাতে শিক্ষার্থীরা রমযানে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে পারে।

কামিল ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০২৩ ফরম পূরণের সময় বৃদ্ধি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদরাসাসমূহে কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা -২০২৩ এর নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, মান উন্নয়ন এবং রিটেইক পরীক্ষার্থীদের বিলম্ব ফি’ ছাড়া ফরম পূরণের সময় আগামী ০৬ মার্চ এবং বিলস্ব ফি’সহ ১৩ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। গত বুধবার বিশ^বিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রন দপ্তর কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্তবলী অপরিবর্তিত থাকবে। এছাড়াও ফরম পূরণ সংক্রান্ত সকল নির্দেশনাবলী এবং পদ্ধতিসহ বিস্তারিত তথ্য পেতে ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট www.iau.edu.bd ও হেল্প ডেস্ক ০১৭০৯৩৮৯০০৭/০১৭২৪০৯৩৪৫৬ এ যোগাযোগ করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।