তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা মেইন ক্যাম্পাস বরাবরের ন্যায় সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রেখেছে। ১৪৯ জন ছাত্রছাত্রী এ প্লাস সহ প্রায় সকলেই কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছে। শতকরা পাশের হার ৯৮% । তাৎক্ষণিকভাবে উপস্থিত এ+ পাওয়া ছাত্র এবং ছাত্রীদের পৃথক পৃথক ভাবে শুকরিয়া আদায় করেছেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ ওস্তাদবৃন্দ।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী বলেন, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আদর্শিক ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনের উদ্দেশে তামিরুল মিল্লাত যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল আজকের রেজাল্ট এর মাধ্যমে আরো একবার প্রমাণিত হলো হাজারো সমস্যার মাঝে ও তামিরুল মিল্লাত তার লক্ষ্যপানে পৌঁছাতে সার্বিক চেষ্টা সাধনা করে যাবে ইনশাআল্লাহ। এজন্য মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া পাশাপাশি মাদরাসার ট্রাস্ট, গভর্নিং বডি, মুরুব্বিয়ান, অভিভাবক, ওস্তাদ ছাত্রসহ মিল্লাত পরিবারকে আন্তরিক মোবারকবাদ জানান। আল্লাহ তায়ালা মিল্লাত পরিবারকে কবুল করুন আমীন।