হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
নূরানী তা’লীমুল কুরআন বোর্ড, চট্টগ্রাম বাংলাদেশ-এর অধীনে পরিচালিত দেশব্যাপী নূরানী মাদরাসাসমূহের ২০২৫ সালের কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবছর এ পরীক্ষায় মোট ৭ লাখ ২৯ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ৭ লাখ ২৬ হাজার ১৫১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৭ লাখ ৩ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এতে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৯৬.৮৯ শতাংশ। প্রকাশিত ফলে দেখা যায়, পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জন করেছে ৪৭ হাজার ৩৭২ জন শিক্ষার্থী। এছাড়া সর্বোচ্চ মেধা তালিকা (টপ-২০)-এ স্থান করে নিয়েছে ২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী। সারাদেশের ১০ হাজার ৩১২টি নূরানী শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। দেশব্যাপী একযোগে ৩ হাজার ৯২টি কেন্দ্রে এই কেন্দ্রীয় সনদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ড সূত্র জানায়, ২০২৫ সালে প্রি-শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা ৬ লাখ ৭২ হাজার ৪৯৩ জন, নার্সারিতে ৭ লাখ ৬২ হাজার ৩৪২ জন, প্রথম শ্রেণিতে ৭ লাখ ৭৩ হাজার ৫২৮ জন এবং দ্বিতীয় শ্রেণিতে ৬ লাখ ৫৬ হাজার ১৫২ জন। প্লে থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৬৪ হাজার ৫১৫ জন। তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থী রয়েছে ৭ লাখ ২৯ হাজার ৭৩৯ জন। সব মিলিয়ে নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের আওতায় বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৫ লাখ ৯৪ হাজার ২৫৪ জনে পৌঁছেছে, যা নূরানী শিক্ষাব্যবস্থার ক্রমবর্ধমান বিস্তার ও অগ্রগতির সুস্পষ্ট প্রমাণ। গত ২৫ ডিসেম্বর ২০২৫ ইং, বৃহস্পতিবার বাদ মাগরিব বোর্ডের প্রধান কার্যালয় দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী-এর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতী জসীমুদ্দীন (দা.বা.) ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী মুহাম্মদ আলী কাসেমী (দা.বা.) বোর্ডের চেয়ারম্যান এবং দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী (দা.বা.)-এর হাতে কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফল হস্তান্তর করেন।
ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের সিনিয়র সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী মুহাম্মদ আলী কাসেমী (দা.বা.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান আল্লামা মুফতী খলিল আহমদ কাসেমী (দা.বা.) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতী জসীমুদ্দীন (দা.বা.)। বোর্ডের সিনিয়র প্রশিক্ষক-পরিদর্শক মাওলানা সলিমুল্লাহ খাঁন, মাওলানা মনজুরুল ইসলাম ও মাওলানা কামরুল ইসলাম-এর যৌথ সঞ্চালনায় এবং মাওলানা মুফতী ফাহিম উদ্দীন মাসুম-এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ডের সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সাংগঠনিক সচিব মাওলানা জমির উদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা মীর মুহাম্মদ আনিস, অর্থ সচিব হাফেজ মাওলানা ইসমাইল, সহ-অর্থ সচিব মাওলানা ওসমান ফয়জী, আমেলার সদস্য মাওলানা ওসমান শাহানগরীসহ বোর্ডের প্রশিক্ষক-পরিদর্শক ও কর্মকর্তাবৃন্দ। ফল প্রকাশ অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।