চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অর্থ কমিটির ৬৬তম সভা গতকাল বুধবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চুয়েট অর্থ কমিটির সভাপতি ও মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো: হযরত আলী, রসায়ন বিভাগের অধ্যাপক ড. রনজিৎ কুমার সুত্রধর, বহিঃ সদস্য হিসেবে ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপকা ইলিয়াছ উদ্দিন আহাম্মদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (অতিরিক্ত দায়িত্ব) এ.এস.এম. কাসেম। সভায় সদস্য সচিবের দায়িত্ব পালন করেন চুয়েট এর কম্পট্রোলার জনাব মো. সফিকুল ইসলাম। প্রেসবিজ্ঞপ্তি।