ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে দু’দিনব্যাপী মালয়েশিয়ার সাংস্কৃতিক প্রদর্শনী আজ ইনস্টিটিউট প্রাঙ্গণে শুরু হয়েছে। ঢাকাস্থ মালয়েশিয়ার হাই কমিশন এবং মালয়েশিয়ার পেনদিদিকান সুলতান ইদ্রিস ইউনিভার্সিটি (Universiti Pendidikan Sultan Idris, Malaysia)-এর যৌথ সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।

আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান (Mohd. Shuhada Othman) সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার টেলি কমিউনিকেশন কোম্পানি ইডটকো-বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর সুনীল আইজ্যাক (Sunil Issac, Country Managing Director of EDOTCO BangladeshSunil Issac, Country Managing Director of EDOTCO Bangladesh) অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে মালয়েশিয়া অন্যতম। দু’দেশের মধ্যে দীর্ঘদিন যাবৎ গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এই সাংস্কৃতিক প্রদর্শনী আয়োজনের মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে সম্প্রতি ‘মালয়’ ভাষা শিক্ষা কোর্স চালু হয়েছে। এর মাধ্যমে দু’দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাবে এবং কূটনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পেনদিদিকান সুলতান ইদ্রিস ইউনিভার্সিটিসহ মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া, মালয়েশিয়ার বিভিন্ন শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।