বাংলাদেশের কৃষিকে আধুনিক ও টেকসই করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষিযন্ত্র ও সূক্ষ্ম প্রকৌশল প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গাকৃবির বহিরাঙ্গন কেন্দ্রের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রশিক্ষণে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার ৪০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।

প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন।

ভিসি তাঁর বক্তব্যে কৃষকদের “সবচেয়ে বড় বিজ্ঞানী” উল্লেখ করে বলেন, গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি মাঠ পর্যায়ে কার্যকরভাবে প্রয়োগ হলেই তার সার্থকতা আসে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গাকৃবি উদ্ভাবিত প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রশিক্ষণের ব্যবহারিক পর্বে কৃষি যন্ত্র ও সূক্ষ্ম প্রকৌশল বিভাগের প্রফেসর ড. মোঃ অহিদুজ্জামান এবং প্রফেসর ড. মোঃ মোস্তাফিজার রহমান আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তির বাস্তব প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে ধারণা দেন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।