ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, “ইন্টেলেকচুয়াল প্রপার্টি সুরক্ষা করা, স্বীকৃতি লাভ এবং স্বত্ব নিশ্চিত করা প্রতিটি গবেষক ও উদ্ভাবকের অধিকার। উদ্ভাবন ও গবেষণাই টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলেও তা সুরক্ষিত না থাকলে উদ্ভাবকের স্বীকৃতি এবং বাণিজ্যিকীকরণের সুযোগ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “একজন গবেষক বা উদ্ভাবকের চিন্তা, ধারণা ও সৃজনশীলতার আইনগত সুরক্ষা নিশ্চিত করার জন্য এ বিষয়ে সচেতনতা অত্যন্ত জরুরি। আমি আশা করি, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষক ও গবেষকরা ইন্টেলেকচুয়াল প্রপার্টির আবেদন ও নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবেন।