DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

শিক্ষাঙ্গন

অভয়নগরে চাঁদাবাজির অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ

যশোরের অভযনগরে ধোপাদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুর দাসকে চাঁদা বাজির অভিযোগে শোকজ করা হয়েছে। গত বুধবার (২৬ ফ্রেব্রুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক তাকে এই শো-কজ করা হয়।

Printed Edition
Default Image - DS

অভয়নগর (যশোর) সংবাদদাতা : যশোরের অভযনগরে ধোপাদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুর দাসকে চাঁদা বাজির অভিযোগে শোকজ করা হয়েছে। গত বুধবার (২৬ ফ্রেব্রুয়ারি) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক তাকে এই শো-কজ করা হয়।

জানা যায়, গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় ও ধোপাদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সরকারি বরাদ্দ থাকলেও তা বাদ দিয়ে ওই এলাকাবাসির কাছ থেকে ব্যাপক হারে টাকা তোলা হয়। যাকে কেন্দ্র করে এলাকায় বেশ বিরূপ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এব্যাপারে প্রধান শিক্ষক ঠাকুর দাস জানান, ক্রীড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা ব্যবসা করে ও মাছের ঘেরের ব্যবসা করে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। সেই অর্থ সংগ্রহের খবর কেউ হয়তোবা মাধ্যমিক শিক্ষা অফিসে জানিয়েছে। যে কারণে আমাকে শো-কজ করে আগামী ০৩ মার্চের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এব্যাপারে অভয়নগর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে সামনে রেখে সরকারি নির্দেশনাকে উপেক্ষা করে অনৈতিকভাবে এলাকাবাসির কাছ থেকে ব্যাপক হারে টাকা তোলা হয়। যাকে কেন্দ্র করে এলাকায় বেশ বিরূপ চাঞ্চল্যের সৃষ্টি হয়। যে কারণে ওই প্রধান শিক্ষককে শো-কজ করা হয়।

অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী জানান, বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট খোজ নিলে জানতে পারবেন। তবে কেউ যদি কোন চাঁদাবাজি কিংবা অনৈতিকতার সাথে সম্পৃক্ত হয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।