জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে মালয়েশিয়াভিত্তিক লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের প্রেসিডেন্ট অধ্যাপক ড. অমিয় ভৌমিক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে বারোটায় উপাচার্য দপ্তরের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

ড. ভৌমিক জানান, লিঙ্কন ইউনিভার্সিটি কলেজ মালয়েশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ র‍্যাংকধারী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ৭০টিরও অধিক দেশের শিক্ষার্থীরা অধ্যয়ন করছেন। টাইমস হায়ার এডুকেশন এবং কিউএস র‍্যাংকিংয়েও বিশ্ববিদ্যালয়টির অবস্থান উজ্জ্বল। সাক্ষাৎকালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।

এসময় উপাচার্য ড. কামরুল আহসান তাঁর এ আগ্রহের জন্য ড. ভৌমিককে ধন্যবাদ জানিয়ে বলেন, বিষয়টি নিয়ে দুইপক্ষের সম্মিলিত উদ্যোগে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. রিসালা তাসিন খান, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম এবং লিঙ্কন ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক লিসা লি।