স্টাফ রিপোর্টার গাজীপুরঃ

ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোকে বৈশ্বিক মানে উন্নীত করতে অ্যাক্রেডিটেশন অর্জন অপরিহার্য বলে মন্তব্য করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)–এর ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বলেন, আউটকাম–বেইসড এডুকেশন (ওবিই) বাস্তবায়ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে, গবেষণা ও উদ্ভাবনকে সমৃদ্ধ করে এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে সহায়তা করে।

রবিবার (২৩ নভেম্বর) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত "ইমপ্লিমেন্টেশন অব ওবিই ইন এ প্রোগ্রাম টুওয়ার্ডস অ্যাচিভিং অ্যাক্রেডিটেশন" শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিসি আরও বলেন, অ্যাক্রেডিটেশন একটি প্রতিষ্ঠানের সক্ষমতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। শিক্ষার্থীদের বাস্তবমুখী সমস্যা সমাধান, উদ্ভাবন, নেতৃত্ব ও কর্মদক্ষতা বৃদ্ধিতে আউটকাম–নির্ভর শিক্ষাব্যবস্থা যুগান্তকারী ভূমিকা রাখে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভিসি অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। তিনি বলেন, ওবিই বাস্তবায়নে ডুয়েট আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করছে এবং পাঠ্যক্রম নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউটি–এর মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ। তিনি ওবিই বাস্তবায়নের বৈশ্বিক অভিজ্ঞতা, আউটকাম নির্ধারণ, মূল্যায়ন কাঠামো, ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সংযোগ এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ বিস্তারিত উপস্থাপন করেন।

ডুয়েটের ডীন, বিভাগীয় প্রধান ও বিভিন্ন বিভাগের মনোনীত শিক্ষকবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।