আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন হৃদয়বিদারক দুর্ঘটনা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। একটি মুহূর্তের ভয়াবহতায় যেভাবে মানুষ জ্বলন্ত আগুনে দগ্ধ হলো, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। বিশেষ করে যারা আহত হয়েছেন, তাদের বড় অংশই শিশু শিক্ষার্থী-তাদের পোড়া শরীর, তাদের কান্না, তাদের চোখের ভীত সন্ত্রস্ত চাহনি আমাদের হৃদয় ভেঙে দিয়েছে।
গত সোমবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে উত্তরায় মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের স্মরণে দোয়া অনুষ্ঠানে আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এসব কথা বলেন। দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। বক্তারা তাঁদের বক্তব্যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, জীবনচক্রের এই অনাকাক্সিক্ষত ক্ষণে আমাদের কর্তব্য আহতদের পাশে দাঁড়ানো, তাঁদের সুস্থতা কামনা করা এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বৃহৎ পরিসরে নিরাপত্তা নিয়ে ভাবা। বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানের আলো ছড়ায় না, বরং দুর্যোগ ও বিপর্যয়ের সময়ে মানবিকতারও বাতিঘর হয়ে ওঠে। এই দুর্ঘটনা আমাদের দায়বদ্ধতা এবং সংবেদনশীলতাকে আরও গভীরভাবে উপলব্ধি করিয়ে দিয়েছে।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বিশ^বিদ্যালয়ের শরিয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের শিক্ষক প্রফেসর ড. শফিউল আলম ভূঁইয়া। তিনি দেশ, জাতি ও মানবতার কল্যাণে এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করেন।
আইআইইউসি’র সাফল্যের মুকুটে আরেকটি উজ্জ্বল পালক
চালু হলো নতুন বিভাগ বিবিএ ইন ফাইন্যান্স
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর সাফল্যের মুকুটে আরেকটি উজ্জ্বল পালক যুক্ত হলো। সরকারের অনুমোদন পেয়ে চালু হলো নতুন বিষয় নতুন বিভাগ বিবিএ ইন ফাইন্যান্স।
আগামী ২৪ জুলাই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে সদ্য খোলা বিবিএ ইন ফাইন্যান্স বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ ২২ জুলাই বিবিএ ইন ফাইন্যান্স বিভাগের ভর্তির ফরম নেয়া ও জমা দেয়ার শেষ তারিখ। উল্লেখ্য গত ২৬ জুন, ২০২৫ বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন লিখিতভাবে বেসরকারী বিশ^বিদ্যালয় আইন, ২০১০ এর ২৪(৩) ধারা অনুসারে আইআইইউসি’র ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে বিবিএ ইন ফাইন্যান্স প্রোগ্রামকে অনুমোদন প্রদান করে। ১৩৭ ক্রেডিট আওয়ার্সের এই প্রোগ্রামটি দ্বৈত সেমিস্টারের ভিত্তিতে পরিচালিত হবে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত স্প্রীং সেমিস্টার এবং জুলাই থেকে ডিসেম্বও পর্যন্ত অটাম সেমিস্টার হিসাবে গণ্য হবে। ইতোমধ্যেই এই বিভাগে শিক্ষক-কর্মকর্তা নিয়োজিত করা হয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক ও সেন্টার ফর রিসার্চ এন্ড পাবলিকেশন্স (সিআরপি)-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দীনকে বিবিএ ইন ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি