জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দর্শন বিভাগ পরিচালিত ফিলোসোফি ডিবেটিং ক্লাবের (ফিলডিসি) উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) দর্শন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে বিতর্কের ‘চ্যাম্পিয়ন’ হয় ম্যানেজমেন্ট বিভাগ এবং ‘রানারআপ’ হয় প্রত্নতত্ত্ব বিভাগ। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দর্শন বিভাগের শিক্ষক, ও ফিলডিসির সবেক বর্তমান নেতৃত্বদের উপস্থিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আয়োজক কমিটির সদস্যরা জানান, চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দুই দলের মাঝে মৌলিক যুক্তি, দলগত সমন্বয় এবং উপস্থাপন দক্ষতার উপর ভিত্তি করে বিজয়ী নির্ধারণ করা হয়। তারা বলেন, যুক্তিবাদী চেতনা ও মননশীলতা বিকাশে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজক কমিটির পক্ষ থেকে ফিলডিসির কো-কনভেনার নাজমুল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ে যুক্তিনির্ভর ও সমালোচনামূলক চিন্তার চর্চা বাড়াতে আমরা এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছি। অংশগ্রহণকারী দলের বিপুল সাড়া এবং শিক্ষকদের সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এবং আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন আয়োজন করার পরিকল্পনা আমাদের রয়েছে।”

উল্লেখ্য, এর আগে শুক্রবার (১৬ মে) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অনুষ্ঠানের উদ্ভোদন ঘোষণা করেন। এশিয়ান পার্লামেন্টারি পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগ অংশ নেয়।