স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা-২০২৫ এর ফলাফল সোমবার (২১ জুলাই) দুপুরে প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন এর অনুমোদনক্রমে বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হাবিবুল্যাহ মাহামুদ আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ খালেকুজ্জামান খান দৈনিক সংগ্রামকে জানান, এবারের পরীক্ষায় গড় পাশের হার দাঁড়িয়েছে শতকরা ৬০ দশমিক ৭১ শতাংশ, যা বিগত বছরের তুলনায় একটি স্থিতিশীল ফলাফল।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ১ম ও ২য় বর্ষে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩৪ হাজার ১৯১ জন। তাদের মধ্যে ৩০ হাজার ১৪৯ জন পরীক্ষায় অংশ নেন। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় ১৪ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী। তাদের মধ্য থেকে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৭১০ জন।

উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৫ হাজার ৩৫৬ জন এবং ছাত্রী ৩ হাজার ৩৫৪ জন।

ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে ( https://result.bou.ac.bd/ ) পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলাফল ঘোষণার পাশাপাশি সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেছে।