গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রাম সংবাদদাতা শওকত জামানের ছোট মেয়ে সায়েকা মুরসালাত দি মিলিনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ (ইংলিশ ভার্সন) থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে। সায়েকা ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সায়েকার মা রহিমা বিনতে আসমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার দাদু মরহুম এএইচএম খায়রুজ্জামান প্রধান উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। নানা আব্দুল হামিদ সরকার সরকারি হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। সায়েকার খালা রাবেয়া সুলতানা পল্লী উন্নয়নের ডিডি। মামা এজিএম মনিরুল ইসলাম সরকার বগুড়ার যুগ্ম জেলা জজ। বড় বোন সামিয়াহ মুসফিরাত এমবিবিএস ৩য় বর্ষে পড়াশোনা করছে। একমাত্র ভাই মির্জা মোঃ রাকিবুজ্জামান প্রধান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়ছে। সায়েকা সকলের দোয়া প্রার্থী।
শিক্ষাঙ্গন
সায়েকা এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে
গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রাম সংবাদদাতা শওকত জামানের ছোট মেয়ে সায়েকা মুরসালাত
Printed Edition