চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। তাই ছুটির দিনেও থেমে নেই প্রার্থীদের প্রচারণা। শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় বিভিন্ন প্যানেলের প্রার্থীরা প্রচার চালান।

এদিন ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম রনি, জিএস প্রার্থী সাঈদ বিন হাবিবসহ অন্য সদস্যরা লিফলেট বিতরণ ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে প্রচারণায় অংশ নেন। একইভাবে, বাগছাস থেকে বেরিয়ে যাওয়া নেতাদের সমন্বয়ে গঠিত ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের জিএস প্রার্থী রশিদ দিনার ও তার সহপ্যানেল সদস্যরাও শিক্ষার্থীদের কাছে সমর্থন চান। এছাড়া অন্যান্য প্যানেলের প্রার্থীরাও সক্রিয়ভাবে প্রচারণা চালান।

প্রচারণা চলাকালে সম্প্রীতির শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ইব্রাহিম রনি সাংবাদিকদের বলেন,

“দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচন হতে যাচ্ছে। শিক্ষার্থীদের আগ্রহ এ নিয়ে ব্যাপক। আমরা ৩৩ দফা ইশতেহার ঘোষণা করেছি। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য নারীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য।”

অন্যদিকে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের জিএস প্রার্থী রশিদ দিনার বলেন,

“নির্বাচন সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা দারুণ সাড়া পাচ্ছি। আশা করি ভোটের দিনও একই রকম পরিবেশ থাকবে।”

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদের নির্বাচন। বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এরপর ১৯৭২, ১৯৭৪, ১৯৭৯, ১৯৮১ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।