জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও জোরদার করতে “ইনোভেশন এন্ড সাসটেইনাবিলিটি ভার্চুয়াল ল্যাব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে এ ল্যাব উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, “এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবন ও টেকসই বিষয়ক গবেষণা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও উন্নত করতে নতুন এই ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি আরও জানান, গবেষণা কার্যক্রম সম্প্রসারণের জন্য বিভিন্ন কারিগরি সহায়তা ও গবেষণা অনুদান বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আবুদ্দারদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) প্রফেসর মোঃ লুৎফর রহমান, প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।