ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহ মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সম্প্রতিনগরীর টাউনহলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ময়মনসিংহ মহানগর ছাত্র শিবিবের সভাপতি শরীফুল ইসলাম খালিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. ফাউযান আব্দুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের বিভিন্ন উৎসাহ ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল, ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আইনজীবী আল মামুন রাসেল।
ছাত্র শিবিরের এই অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে সম্মাননা পুরস্কার পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা।
শিক্ষাথীরা বলেন,আমরা আজ খুবই আনন্দিত সম্মাননা পুরস্কার পেয়ে।আমরা আজকে অনেক অনুপ্রেরণামূলক বক্তব্য শুনেছি যা আমাদের জন্য খুবই উৎসাহ দিবে আগামীর জন্য।
শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের অঙ্গীকার শুধু ভালো ফল নয়, সততা আর জ্ঞান দিয়ে গড়ে তুলবো এক সমৃদ্ধ বাংলাদেশ।
এসময় শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বলেন, সমাজ ও রাষ্ট্রে উন্নয়নের জন্য সঠিকভাবে মূল্যায়ন করতে হবে মেধাবীদের। তাদের ভিতরে জাগ্রত করতে হবে মমত্ববোধ ও দেশের প্রতি আনুগত্য। তাহলেই আমাদের দেশ সমৃদ্ধির শিখরে পৌঁছাবে।
উক্ত অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার শিক্ষার্থীর হাতে ফুল-ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।