জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ঘোষিত ভ্যাকসিনেশন কর্মসূচি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। অনুসন্ধানী রিপোর্ট প্রকাশের পর তা সরিয়ে ফেলতে সাংবাদিকের ওপর চাপ প্রয়োগ এবং ব্যক্তিগত হুমকির অভিযোগ উঠেছে। এ নিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছে, মুক্তচিন্তা ও অনুসন্ধানী সাংবাদিকতার ওপর এ ধরনের নগ্ন আক্রমণ গণতান্ত্রিক পরিবেশের জন্য ভয়ংকর হুমকি। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বাকস্বাধীনতা ও মানবিক মর্যাদাকে যেভাবে আবারো কোণঠাসা করার চেষ্টা হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায়।

অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ২৫শে এপ্রিল এক পাল্টা বিবৃতিতে দাবি করে, তাদের ভ্যাকসিনেশন কর্মসূচি ছিল মানবিক উদ্যোগের অংশ। ছাত্রদলের ভাষ্য অনুযায়ী, একটি সংঘবদ্ধ মহল উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চেয়েছে। সংবাদের কোনো বাস্তবভিত্তি না থাকায় পরবর্তীতে তা সরিয়ে নেওয়া হয়েছে বলে ছাত্রদল দাবি করেছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে বলেন, যদি ছাত্রদল নামধারী কেউ অপতৎপরতার সাথে যুক্ত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৪শে এপ্রিল জাগোনিউজ২৪.কমে ক্যাম্পাস প্রতিনিধি সৈকত ইসলামের প্রতিবেদনে 'আওয়ামী এমপিকে পুনর্বাসন/ভাগ বাটোয়ারার দ্বন্দ্বে জাবিতে ছাত্রদলের ভ্যাকসিন কর্মসূচি স্থগিত' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পরপরই প্রবল চাপ ও ব্যক্তিগত হুমকির মুখে সংবাদটি জাগোনিউজের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। সাংবাদিক সৈকত ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেন।