আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবির দুই দিনব্যাপী মনোসামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করছে। গত সোমবার সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি প্রকাশ করা হয়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে অনুষ্ঠিত এ ক্যাম্পে পরীক্ষার চাপ, সম্পর্কজনিত সমস্যা, মানসিক চাপ মোকাবিলা, ডিভাইস আসক্তি প্রভৃতি বিষয়ে সচেতনতা সৃষ্টি ও পরামর্শ সেবা দেওয়া হবে। তবে অংশগ্রহণের জন্য পূর্বে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এজন্য সংগঠনটি একটি গুগল ফর্ম চালু করেছে। রেজিস্ট্রেশন লিংক: যঃঃঢ়ং://ভড়ৎসং.মষব/গঢ়ঁখখপঠজঘবঠ৫ঔঁডউ৬

শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “আমরা সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার চেষ্টা করি। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী পড়াশোনার চাপ, সম্পর্ক ও পারিবারিক সমস্যা কিংবা সামাজিক নানা কারণে মানসিকভাবে ভেঙে পড়ে। এই হতাশা কখনও কখনও তাদের আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়, যা অত্যন্ত উদ্বেগজনক। তাই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বিবেচনা করেই এই ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “ক্যাম্পে শিক্ষার্থীরা পরীক্ষার দুশ্চিন্তা, মানসিক চাপ, ডিভাইস আসক্তি ও অন্যান্য আসক্তি থেকে মুক্তির উপায় সম্পর্কে দিকনির্দেশনা পাবে। পাশাপাশি সংকটময় সময়ে কীভাবে ইতিবাচক সিদ্ধান্ত নিতে হবে এবং হতাশা কাটিয়ে নতুনভাবে সামনে এগিয়ে যেতে হবে, সে সম্পর্কেও পরামর্শ দেওয়া হবে। আমাদের লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থী সুস্থ মনোভাব ও ইতিবাচক চিন্তা নিয়ে তাদের পড়াশোনা এবং ভবিষ্যৎ জীবন গড়ে তুলুক।”