জয় বাংলা স্লোগান দিয়ে সিলেটে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সন্ত্রাসীরা। এ ঘটনায় সিলেট এসএমপি’র শাহপরান থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে ৩০ থেকে ৩৫ জনকে। পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে। গতকাল সকালে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ ফাহিম বাদী হয়ে এ মামলা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম জানান, মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জন রয়েছে। পুলিশ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বাকিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে। গ্রেফতার ৮ জনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। গত বুধবার সন্ধ্যা সাড়ে সাত টার দিকে নগরীর বালুচরে একটি ইনডোর মাঠে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ চলাকালে ৪০ থেকে ৫০ জন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা জয় বাংলা স্লোগান দিয়ে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের অভিযোগ হামলার সময় হামলাকারীরা জয় বাংলা স্লোগান দিতে থাকে। এরা সবাই আওয়ামীলীগের শাসনামলে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানান একাধিক শিক্ষার্থী।