আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর কর্মকর্তাদের জন্য ‘প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম ২৫’ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। প্রায় দেড়শত কর্মকর্তার অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচি আনোয়ারা পার্কি বিচ সংলগ্ন পার্কি রয়্যাল কমিউনিটি হলে আয়োজন করা হয়।
ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশন আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান। এতে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। এই ট্রেনিং প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
‘পেশাগত অঙ্গীকার ও জবাবদিহিতা’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক প্রফেসর ড. তানভীর হায়দার আরিফ। ‘ফাইল ব্যবস্থাপনা ও নথিপত্র সংরক্ষণ’ বিষয়ে আলোচনা রাখেন চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপসচিব ড. দিদারুল আলম। এছাড়া ‘অফিস কর্মকর্তাদের শিষ্টাচার, আচরণবিধি ও ড্রেস কোড’ বিষয়ে আলোচনা রাখেন চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. শাহাদাত হোসাইন। ট্রেনিং প্রোগ্রামে দারসুল কুরআন পেশ করেন পাতেঙ্গা আলিয়া মাদরাসার সাবেক অধ্যাপক প্রফেসর মাওলানা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর ড. মাইমুল আহসান, প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী খানসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সভাপতি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান বলেন, আমরা এই প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছি যাতে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও নৈতিক মান আরও উন্নত হয়। আশা করি, অংশগ্রহণকারীরা প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা তাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে। প্রশিক্ষণ কর্মসূচির একটি আকর্ষণীয় অংশ ছিল ‘পারফর্ম অ্যাজ ইউ লাইক’ প্রতিযোগিতা। অংশগ্রহণকারীরা তাদের প্রতিভা উপস্থাপন করেন এবং সেরা আটজনকে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।