বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) ঢাকা মহানগরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি পরীক্ষার নকলমুক্ত পরিবেশ বজায় রেখে শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ভিসি বলেন, "শিক্ষার গুণগত মান বজায় রেখে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সন্তানকে নিয়ে পিতামাতার স্বপ্ন পূরণ এবং জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে শিক্ষার্থীদেরকে নকল প্রবণতা পরিহার করে পড়ালেখার প্রতি মনোযোগী হতে হবে।"
তিনি আরও বলেন, “পরীক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে মেধার বিকাশ ঘটিয়ে ভবিষ্যতে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।
পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কঠোরভাবে সতর্ক করে দেন এবং নকল প্রবণতার অসৎ চিন্তা পুরোপুরি পরিহারের আহ্বান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা-২০২৫ এর ১ম ও ২য় বর্ষের এ পরীক্ষাসমূহ শুক্রবার ও শনিবার সকাল ও বিকাল দুই বেলায় অনুষ্ঠিত হচ্ছে। এবারের পরীক্ষায় ১৯৮টি কেন্দ্রে অংশ নিচ্ছে মোট ৩৪ হাজার ২৫৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ২২ হাজার ৩৫৩ জন এবং নারী পরীক্ষার্থী ১১ হাজার ৯০১ জন।
পরীক্ষাগুলো আগামী ৯ মে ২০২৫ তারিখ পর্যন্ত চলবে। নকল প্রতিরোধে বাউবি কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করেছেন। এছাড়াও নিয়োজিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভিজিল্যান্স টিম।
পরিদর্শনকালে ভিসির সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর একান্ত সচিব (যুগ্ম-পরিচালক) মোঃ নাসির উদ্দিন।